চরফ্যাশন প্রতিনিধি ॥
চরফ্যাশনে এক স্কুল ছাত্রীকে তার পরিবারের অজান্তে বের করে নিয়ে বাল্য বিয়ের দায়ে বর মো. নয়ন এবং কনে মিশুকে আটক করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো.রুহুল আমিন। এসময় বরের স্বজনরা পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা যায়নি। সোমবার দুপুরের পর গোপন সংবাদে তাদেরকে আটক করা হয়। বাল্য বিয়ের বর চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ৩নং ওয়ার্ডস্থ সাদেক বেপারীর ছেলে।কনে চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী এবং পৌরসভা ৭নং ওয়ার্ডস্থ নজরুল ইসলামের মেয়ে। চরফ্যাশন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস এতথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রুহুল আমিন জানান, আটকের পর জিজ্ঞাসাবাদে জানা গেছে কনের বাবা নজরুল ইসলামের সম্মতি ছাড়া তার অজান্তে মেয়েকে নিয়ে বিয়ে সম্পাদন করা হয়েছে। এজন্য বরের বিরুদ্ধে কনের বাবাকে থানায় মামলা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মো.শামসুল আরেফিন জানান, বর কনে উভয়ে থানা হেফাজতে আছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।