বর্তমান সরকার শিক্ষাবান্ধব —— এমপি মুকুল

0
358

মিজানুর রহমান,দৌলতখান প্রতিনিধি ।। বর্তমান সরকার হচ্ছে শিক্ষাবান্ধব সরকার। এ সরকারের আমলে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকার এ বছর ১ লা জানুয়ারী ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৯২ টি বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া দিয়েছে। এক কোটি মায়ের হাতে মোবাইল ফোনের মাধ্যমে উপবৃত্তির টাকা পৌঁছে দেওয়া হয়েছে। ইতোমধ্যে ২৩ হাজার ১’শ ৬১টি বিদ্যালয়কে মাল্টিমিডিয়া ক্লাসরুমের আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে মাল্টিমিডিয়া ক্লাসরুমের আওতায় আনা হবে। এবারই প্রথম সরকারি শিক্ষকদের মতো বেসরকারি শিক্ষকরাও বৈশাখি ভাতা পাবেন। রোববার( ৭ এপ্রিল) দৌলতখান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫২তম বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-২ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলী আজম মুকুল এসব কথা বলেন।
এমপি মুকুল আরো বলেন, আজও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুৃষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকমুক্ত বাংলাদেশ গড়তে চান। অনুষ্ঠানে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত বাল্যবিবাহমুক্ত ও আধুনিক দৌলতখান-বোরহানউদ্দিন গড়তে সকলের সহযোগিতা কামনা করে । বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনজুর আলম খান, উপজেলা নির্বাহি কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার। এছাড়াও উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ ছিদ্দিক মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবু, হামিদুর রহমান টিপুসহ আমন্ত্রিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনা মনোমুগ্ধকর নৃত্য উপভোগ করেন প্রধান অতিথি ও অন্যন্য অতিথিরা।

LEAVE A REPLY