পুলিশী বাঁধার মধ্যেও ভোলায় বিএনপির বিক্ষোভ

0
3

ভোলা নিউজ ২৪ ডটকম :: ভোলাতেও পুলিশী বাঁধার মধ্যে বিএনপি বিক্ষোভ মিছিল করেছে্।

আজ রাত সাড়ে ৭টায় মিছিলটি শহরের মহাজনপট্রিস্থ্য জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বের হয়ে বরিশাল দালান নামক স্থানে আসলে পুলিশ বাঁধা দেয়। পরে মিছিলটি ফিরে এসে একই স্থানে শেষ হয়। এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল এসে দলিয় কার্যালয়ের সামনে একত্রিত হয়। মিছিলে জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক সাবেক মেয়র শফিউর রহমান কিরন,বাচ্চু মোল্লা,সদস্য সচিব রাইসুল আলম,জেলা যুব দলের সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিম এবং সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক খন্দকার আলামিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরাসহ শত শত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন।

উল্ল্যখ্য,দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নয় বছর এবং তাঁর স্ত্রী ডা. জোবায়দা রহমানকে তিন বছরের সাজা দিয়েছেন আদালত। আজ বুধবার (২ আগস্ট) বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায়ে তারেক রহমানকে তিন কোটি টাকা এবং জোবায়দা রহমানকে ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

LEAVE A REPLY