পাকিস্তানের পর বাঘিনীদের গর্জন শুনলো ভারত

0
361

ভোলা নিউজ ২৪ ডট নেট : নারীদের টি-টোয়েন্টি এশিয়া কাপে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ম্যাচটিতে এবার ভারতকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও পাকিস্তানের বিপক্ষে জয় পায় বাংলাদেশের সালমা বাহিনী।

প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে দলটি। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ বলে ৪৭ রান করেন হারমানপ্রিত কাউর। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন দিপ্তি শর্মা।

বাংলাদেশের পক্ষে চার ওভার বল করে মাত্র ২১ রানের বিনিময়ে ৩ উইকেট সংগ্রহ করেন রোমানা আহেমেদ। ৩ ওভার বল করে ২১ রান দিয়ে ১টি উইকেট নেন সালমা। বাকি ৩ উইকেট অর্জন হয় রান আউটের মাধ্যমে।

এদিকে ১৪২ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে তিন উইকেট হারিয়ে জয় ঘরে তুলে নেয় বাংলাদেশ। দুই ওপেনার শামীমা সুলতানা এবং আয়শা শুরুটা দারুণ করেন। ২৩ বলে ৩৩ রান করেন শামীমা। ওপেনারা মাঠ থেকে ফিরলে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান রোমানা আহমেদ এবং ফারজানা। দলের হয়ে সর্বোচ্চ  ৪৬ বলে ৫২ রান করেন ফারজানা। আর ৩৪ বলে ৪২ রান করেন রোমানা। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রুমানা আহমেদ।

বৃহস্পতিবার থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। এই ম্যাচ জিতলে শীর্ষ দুইয়ে থেকে ফাইনালের টিকিট পাওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশ দলের।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ১৯.৪ ওভারে ১৪২/৩ (শামিমা ৩৩, আয়েশা ১২, ফারজানা ৫২*, নিগার ১, রুমানা ৪২*; ঝুলন ০/২৬, পূজা ১/২১ অনুজা ০/১৭, রাজেশ্বরি ১/২৬, পুনম ১/২১, হারমানপ্রিত ০/১১, দিপ্তি ০/২১)।

ভারত: ২০ ওভারে ১৪১/৭ (মিতালি ১৫, স্মৃতি ২, পূজা ২০, হারমানপ্রিত ৪২, দিপ্তি ৩২, মোনা ১৪*, অনুজা ১, ঝুলন ৪, তানিয়া ১*; জাহানারা ০/৩৪, সালমা ১/২১, নাহিদা ০/২১, খাদিজা ০/২৪, ফাহিমা ০/১৬, রুমানা ৩/২১)।

ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: রুমানা আহমেদ

LEAVE A REPLY