“পথিক”

0
615

পথিক
মুনিয়া খান

ক্লান্ত পথিক ক্ষ্যান্ত হৃদয়
হওনা একটু সদয়।
মনের কোনে ভয়! তবু হৃদয়
তোমার কথাই কয়।
গোলাপরাঙ্গা ওষ্ঠ তোমার
সোনাঝড়া চুল।
যতই দেখি পাগল পারা মন
করে যে শুধুই ভুল।
দেখতে দেখতে কেমন করে
হয়ে গেছি যে খুন।
দিবে কি প্রিয়া তোর
উদাসী এই মন।

NO COMMENTS

LEAVE A REPLY