ভোলা নিউজ ২৪ ডটকম।। অবশেষে ১১ ঘন্টা পর দেশের থ্রীজি ও ফোরজি সেবা চালু হয়েছে। ফলে সাধারন মানুষের মাঝে স্বস্তফিরে এসেছে।
আজ সকাল থেকেই হঠাৎ করেই মোবাইল ফোন দ্রুতগতির ইন্টারনেট সেবা পাচ্ছিলো না,মোবাইল ব্যবহারকারীরা। বিভিন্নস্থান থেক৷ সাধারন মানুষের ফোন আসতে শুরু করে। তারা জানতে চায় সমস্যা কি? তাদের কারো মতে কোন বড় ধরনের সমস্যা হচ্জাছে নাকি। পরবর্তীতে এর ব্যাক্ষা আসে বিটিআরসি থেকো কারিগরি ত্রুটি বলে জানান তারা। যাই হোক দ্রুতগতির নেট এর আগেও নানা কারনে বন্ধ করে দিয়েছে,এমন অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের আছে।