দৌলতখানে “লেজপাতা তরুন প্রজন্ম” সংগঠনের উদ্যোগে ত্রাণববিতরণ

0
207

 রিফাত হাওলাদার।। দৌলতখান উপজেলার “লেজপাতা তরুন প্রজন্ম” সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন চরপাতা ইউনিয়ন ৩০০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে। নভেল করোনাভাইরাসের কারণে সারা বিশ্ব এখন থমথমে অবস্থা বিরাজ করছে । বাংলাদেশেও এর প্রভাব বেপক ভাবে এখন বেড়েই চলেছে । করোনাভাইরাসের কারণে সবচেয়ে বেশি কষ্টের মধ্যে রয়েছে নিম্ম মধ্যবিত্ত মানুষেরা। হতদরিদ্র ও নিম্ম মধ্যবিত্ত পরিবারের কথা চিন্তা করে লেজপাতায় সামাজিক সংগঠনটির উদ্যোগে নিম্ম মধ্যবিত্ত ৩০০ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে । ত্রাণ এর উপকরনের মধ্যে রয়েছে, চাউল , তৈল, আলু, লবন,সাবান , ডাল, এসময় উপস্থিত ছিলেন, সংঘঠনের প্রতিষ্ঠাতা রাকিব পন্ডিত, সভাপতি গিয়াস উদ্দিন হাওলাদার, যুগ্ন সাঃ সম্পাদক সুদর্শন হাং, ও সাহিত্য বিষয়ক সম্পাদক মেহেদি হাসান, সহ- সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃমহিন পন্ডিত এছাড়াও উপস্থিতি ছিলেন সংগঠনের সকল সদস্যগন। সংঘঠনের প্রতিষ্ঠাতা রাকিব পন্ডিত বলেন, ,গ্রামে বাড়ি বাড়ি গিয়ে হতদরিদ্রও নিম্ন মধ্যবিত্ত ব্যক্তিদের মাঝে সামাজিক দ্বায়বদ্ধতার কথা চিন্তা করে আমরা ত্রাণ বিতরণ করেছি । এ সময় সংঘঠনের সভাপতি গিয়াস উদ্দিন হাং বলেন, এই মহামারীর সময় সমাজের সকল বিত্তবানদের উচিত এই হাত না পাতার হতদরিদ্রও নিম্ম মধ্যবিত্ত পরিবার গুলো পাশে দাঁড়ানো উচিত।

LEAVE A REPLY