দৌলতখানে মেয়াদোর্ত্তীণ ওষুধ বিক্রির দায়ে চার ফার্মেসীকে জরিমানা

0
88

আদিল হোসেন তপ,ভোলা নিউজ২৪ডটকম।। দৌলতখানে চার ফার্মেসী ব্যবসায়ীকে ফিজিশিয়ান স্যাম্পল এবং উৎপাদন ও মেয়াদোর্ত্তীণ বিহীন ওষুধ ফার্মেসীতে রাখার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে ভোলা ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক মাহমুদুল হাসান পৌর শহরের উত্তর মাথায় অভিযান পরিচালনা করে ওই চার ফার্মেসী মালিককে ৭ হাজার টাকা জরিমানা করেন।

বিষয়টি নিশ্চিত করে ভোলা ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক মাহমুদুল হাসান জানান, অভিযানকালে দৌলতখান পৌর শহরের উত্তর মাথায় রহমান এজেন্সীকে ফিজিশিয়ান স্যাম্পল এবং উৎপাদন ও মেয়াদোর্ত্তীণ বিহীন ওষুধ রাখার দায়ে ২ হাজার, আফিফ মেডিকেল হলকে ৩ হাজার, দৌলতখান মেডিকেল হলকে এক হাজার, আল আমীন ড্রাগ হাউজকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় তিনি জানান, এ অভিযানআমাদের অব্যাহত থাকবে। এসময় দৌলতখান থানার (এএসআই) ইমরান উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY