দেশটাকে পরিস্কার করি দিবসে ভোলায় “পরির্বতন চাই”এর পরিচ্ছন্নতা অভিযান

0
457

এম মইনুল এহসান।।

দেশটাকে পরিস্কার করি দিবস-২০১৮ উপলক্ষে ভোলায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে “পরির্বতন চাই” ভোলা জেলা শাখা । কেন্দ্রীয় কর্মসুচি অনুযায়ি শনিবার সকালে “পরিবর্তন চাই” ভোলা জেলা শাখার উদ্দ্যোগে  ভোলা শহরের বিভিন্ন স্থানে এই অভিজান চালানে হয়। পরির্বতন চাই ভোলা জেলা শাখার সভাপতি মো:আতাউর রহমান ও সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মিশুকের নেতৃত্বে সকাল ১১টায় থেকে ভোলা প্রেস ক্লাবের সামনে থেকে এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয় । পরির্বতন চাই ভোলা জেলা শাখার ১০টি টিম ভোলা শহরের নতুন বাজার, ডিসি অফিস, এসপি অফিস এলাকা, পৌরসভা, জেলা পরিষদ  , বাংলা স্কুল মোর, সদর রোড , ভোলা সরকারি কলেজ সহ বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালায় । এ সময় পরির্বতন চাই ভোলা শাখর টিমলিডার হাসান আল বান্না, এম সরিফ আহমেদ,  রাকিব ,  মো:মাহফুজুর রহমান , মুনিয়া , মোঃ সুমন  সহ পরির্বতন চাই সংগঠনের সেচ্ছাসেবকবৃন্দ ও ভোলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন । এই  পরিচ্ছন্নতা অভিজান কে সফল করতে ভোলা পৌরসভা র্সাবিক ভাবে সহযোগিতা প্রদান করে । সকাল ১১টা থেকে ১টা প্রযন্ত এই অভিজান চলে ।

অভিজান শেষে “পরিবর্তন চাই ” ভোলা শাখার নেতৃবিন্দ বলেন , পবিত্রতা ইমানের অঙ্গ । পবিত্র থাকতে হলে পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে । পরিস্কার পরিচ্ছন্ন  থাকলে শরীর মন ভালে থাকে ।  এই দেশ আমাদের । আমাদের এই প্রিয় দেশকে পরিচ্ছন্ন রাখেতে হবে । তাই সবাইকে সচেতন হতে হবে । যেখানে সেখানে ময়লা আর্বজনা ফেলে পরিবেশকে নোংরা করা যাবে না । পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সরকারেক সহায়তা করতে হবে । এতে পরিবেশ পরিচ্ছন্ন থাকবে ।

LEAVE A REPLY