বোরহানউদ্দিন প্রতিনিধি: দূর্নীতি না করার ঘোষনা দিলেন ভোলার নবাগত জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক । গত বুধবার সাড়ে ১২ টায় নির্বাহি কর্মকর্তার সভা কক্ষে বোরহানউদ্দিনে সরকারী কর্মকর্তা,রাজনৈতিক ব্যক্তিবর্গ,জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন । তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে ৯ বছরে দেশ আজ উন্নয়নশীল দেশের তালিকা । তিনি বলেন উন্নয়ন বাধার দুষ্টচক্র হল দূর্নীতি । দূর্নীতির কারণে উন্নয়ন ভেস্তে যায় । দূর্নীতি কিন্তুু ইচ্ছে করলে বন্ধ হবেনা । প্রতিটি মানুষকে মানসিকভাবে সিদ্ধান্ত নিতে হবে আমি দূর্নীতি করবনা। আমি আজ বললাম আমি জেলার কাউকে দূর্নীতি করতে দেব না এবং আমি নিজে দূর্নীতি করবো না। তিনি জেলাকে শীঘ্রই বাল্য বিবাহ মুক্ত জেলা ঘোষনা দিতে চান এ জন্য সকলের সহযোগীতা কামনা করছেন। তিনি জেলাকে মাদক মুক্ত করতে পুলিশকে জিরোটরালেন্স থাকতে বলেন। উপজেলা নিবার্হি কর্মকর্তা আঃ কুদ্দূসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,পৌর মেয়র রফিকূল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি জসিমউদ্দিন হায়দার,ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রাসেল আহমেদ, থানার ভারপ্রাপ্ত ইনচার্জ অসিম কুমার সিকদার,মুক্তিযুদ্ধের কমান্ডার আহম্মদউল্ল্যাহ মিয়া,প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইন্দ্রজীৎ দে, ফেডারেল সাংবাদিক ফোরামের সভাপতি দীন ইসলাম রুবেল, শিক্ষক নেতা বশিরউল্যাহ, ইউপি চেয়ারম্যান মহিবুল্ল্যাহ মৃধা, নাজমূল আহসান চৌধুরী,আসাদুজামান বাবুল প্রমুখ ।