আরিফ উদ্দিন রনি :: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পুলিশের গুলিতে সেচ্ছাসেবক দল নেতা শহীদ আব্দুর রহিম এর পরিবারকে ঈদ সামগ্রী তুলে দিয়েছেন কেন্দ্রীয় এবং স্থানীয় সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
মঙ্গলবার ২৫ মার্চ দুপুরে ভোলা শহরের মহাজপট্রিস্থ্য জেলা বিএনপির কার্যালয়ে ঈদ সামগ্রী প্রদান করা হয়। ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আয়বায়ক মিজানুর রহমান মাসুদের সভাপতিত্বের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা বিএনপি’র আহবায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির অন্যতম সদস্য গোলাম নবী আলমগীর,বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। জেলা সেচ্ছাসবক দলের সদস্য সচিব মুনতাসির আলম চৌধুরী রবিনের সঞ্চালনায় প্রধান বক্তা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কাজী মোখতার হোসাইন,কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান হীরা, জেলা বিএনপির যুগ্ম আয়বায়ক হুমায়ন কবির সোপান, বশির হাওলাদার, সদস্য ইয়ারুল আলম লিটন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সাবেক সাধারন সম্পাদক খন্দকার আলামিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আয়বায়ক ইয়াকুব শাহ জুয়েল প্রমুখ।
প্রধান অতিথি গোলাম নবী আলমগীর বলেন, শহীদ আব্দুর রহিম ও শহীদ নুরে আলম হত্যার বিচার করতে হবে আর না হলে আমরা এই হত্যার বিচারের জন্য আবারো আন্দোলন করব। রহিম ও নুরে আলমের খুনিকে খুজে বের করে বিচারের আওতায় আনতেই হবে।
আলোচনা সভায় শহীদ আব্দুর রহিমের স্ত্রী বলেন, আমার স্বামীর হত্যার বিচার চাই অছি আরমান আমার স্বামী কে হত্যা করেছে তার ফাসি চাই। বিচার না হলে আমি রাস্তায় নেমে আন্দোলন করে যাবে ওসি আরমানের ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন করে যাব। তিনি আরো বলেন তারেক রহমান আমার পরিবারের জন্য ১০লক্ষ টাকা দিয়েছেন, সব সময়ের জন্য তিনি আমাদেরকে সাহায্য করে আসছেন, এছাড়াও গোলাম নবী আলমগীর সাহেব ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমার পরিবারকে সাহায্য করেন। আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সকল অংগ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।