তজুমদ্দিন বিএমএসএফ’র লিটন সভাপতি ও তরুন সম্পাদক নির্বাচীত

0
43

তজুমদ্দিন প্রতিনিধি ॥ দৈনিক নয়া দিগন্ত এবং আজকের ভোলার তজুমদ্দিন সংবাদদাতা হেলাল উদ্দিন লিটনকে সভাপতি ও দৈনিক মতবাদের তজুমদ্দিন প্রতিনিধি তরুন কুমার দাসকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ১৫ সদস্য বিশিষ্ট তজুমদ্দিন উপজেলা কমিটি ঘোষনা করা হয়েছে।
সোমবার (২৬ জুলাই) দুপুর ১টায় তজুমদ্দিন প্রেসক্লাবের হলরুমে কমিটি ঘোষনা করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ভোলা জেলার সভাপতি মোঃ আফজাল হোসেন। ঘোষিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সেলিম রেজা (আমার সংবাদ), সাইদুর রহমান রিপন (সত্য সংবাদ), যুগ্ম-সম্পাদক এম এ হান্নান (বরিশালের আজকাল), জিহাদ আহাম্মেদ (সকালের সময়), সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন (সকাল সংবাদ), কোষাধ্যক্ষ আকতার হাওলাদার (বরিশাল বার্তা), ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম সাকিব (বাংলাদেশ সমাচার), দপ্তর ও প্রচার সম্পাদক রুবেল চক্রবর্তী (ন্যায়-অন্যায়), মহিলা বিষয়ক সম্পাদিকা ইসরাত জাহান রুমা (দ্বীপনিউজ টুয়েন্টিফোর ডটকম), নির্বাহি সদস্য অধ্যক্ষ মঈনুদ্দিন হাওলাদার, এম, নুরুন্নবী (যায়যায়দিন), শরীফ মোঃ আল আমীন (ভোরের কাগজ), মনিরুজ্জামান নয়ন (বাংলার কন্ঠ)।

LEAVE A REPLY