মো:ইলিয়াছ(তজুমদ্দিন সংবাদদাতা)।। সারাদেশের ন্যায় ভোলা তজুমদ্দিন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। বছরের প্রথম দিনে নতুন শ্রেণির বই হাতে পেয়ে খুশি হয়েছে শিক্ষার্থীরা। স্বস্তি পেয়েছে শিক্ষক ও
অভিবাবকরা।এ উপলক্ষে মঙ্গলবার (১ জানুয়ারী) সকাল ১২টায় পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে,পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:শরিফ উদ্দিনের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে বউ উৎসবের
আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলার শিক্ষা অফিসার জনাব শওকত আলী।এসময় প্রধান অতিথির বক্তব্যে তজুমদ্দিন উপজেলার শিক্ষা অফিসার বলেন,
‘সরকার শিক্ষার মান উন্নয়নে বছরের প্রথম দিন
শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে। তাই
বাংলাদেশে আগের চেয়ে শিক্ষার মান অনেক
বেড়েছে।’তিনি শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে আজ থেকে আনন্দের সাথে পড়ালেখায় মনোযোগি হওয়ার আহবান জানান।নকলের সুযোগ দেওয়া শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না বলে জানিয়েছেন তজুমদ্দিন শিক্ষা অফিসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেনা তোমরা নকলের কথা ভুলে যাও প্রথম দিন ১ জানুয়ারি পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে পাঠ বই উৎসব দিবসের অনুষ্ঠনে তিনি এই কথা বলেন।শিক্ষার্থীদের উদ্দেশ্যে তজুমদ্দিন শিক্ষা অফিসার বলেন, আমরা চাই না আমাদের কোন শিক্ষার্থী নকল করে পাস করুক, আমরা অনেক সমালোচিত হয়েছি।এখন যদিও নকল হচ্ছে না।কিন্তু তার পরেও যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিবো।তাদের কোন সুযোগ নেই।আপনারা নকলের কথা ভুলে যান।নতুন বছরে যেই বই দেয়া হলো সেই বই নিয়ে লেখা পিড়া শুরু করুন।শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা শিক্ষার্থীদের প্রধান চালিকা শক্তি।আপনারা চাইলে পারেন দেশটাকে গড়ে তুলতে।আপনারা দেশটা গড়ে তুলুন।তিনি আরোও বলেন ভোলা জেলার মাধ্যমিক,দাখিল, ইবতেদায়ি,কারিগরী ও প্রাথমিক বিদ্যালয়ে জন্য বর্তমান সরকারে অনুদানে প্রায় ৭ লাখ শিক্ষার্থীদের মাঝে ৫৩ লাখ ১হাজার ৫শ ৬৩টি বই বিতরণ করা হয়েছে ।