তজুমদ্দিনে শম্ভুপুর হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

0
450

তজুমদ্দিন প্রতিনিধি ॥ উপজেলার ঐতিহ্যবাহী শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৫৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সকালে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বিদ্যালয়ের মাঠে খেলার উদ্ভোধন করেন শম্ভুপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন। বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির পরিচালনায় দিনভর ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের মাঝে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকালে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিযোগিতা শেষ হয়। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রাত্তন প্রধান শিক্ষক সন্তোশ কুমার দাস, বিপুল চন্দ্র মজুমদার, বর্তমান প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মোঃ হান্নান কবির, শম্ভুপুর আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, শম্ভুপুর যুবলীগের সভাপতি মোঃ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ ফজলুর রহমান, শম্ভুপুর বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান ঝান্টু, পাঞ্চায়েত ক্রীড়া পরিষদের প্রতিষ্ঠাতা গিয়াস উদ্দিন পাঞ্চায়েত, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য প্রভাষক শরীফ মোঃ আল-আমীন, অভিভাবক সদস্য মোঃ নিরব, মহিউদ্দিন ভুট্টো, সহকারী শিক্ষক মোঃ অহিদউল্যাহ, নীল রতন, গনেশ চন্দ্র দাস, মোঃ রফিক, তরিকুল ইসলামসহ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দ।

LEAVE A REPLY