তজুমদ্দিন প্রতিনিধি ॥ ভোলার তজুমদ্দিনে পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ এক সেবনকারীকে আটক করেছে। আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন পুলিশ।
থানা পুলিশ সুত্রে জানা গেছে,বৃহস্পতিবার বিকাল ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন থানার এস.আই খোন্দকার আনোয়ার, এ.এস.আই মনির হোসেন ও আনছারুল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলা সদরে শশীগঞ্জ দক্ষিণ বাজার হাসপাতালের সামনে অভিযান চালায়। এ সময় লালমোহন উপজেলার ধলীগৌরনগর ৯নং ওয়ার্ডের বাসিন্দা সফিউল্যাহ ব্যাপারীর ছেলে মোঃ মনির হোসেনের (২২) দেহ তল্লাসি করলে তার পরণে থাকা প্যান্টের পকেটে ২৫ গ্রাম গাঁজা পায় পুলিশ। পরে গাঁজাসহ মনিরকে আটক করে পুলিশ থানায় নিয়ে আসে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মনিরের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর টেবিল ৭ এর ক ধারায় একটি মামলা রুজু করেন। মামলা নং ০৮।













