তজুমদ্দিনে এইচএসসি ও আলিম পরীক্ষায় অনুপস্থিত-৯

0
375

তজুমদ্দিন প্রতিনিধি ॥ সারা দেশের সাথে একযোগে ভোলার তজুমদ্দিনে এইচএসসি ও আলিম পরীক্ষার প্রথমদিন শান্তিপূর্ণভাবে অনুষ্টিত হয়েছে। শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর ১ টা পর্যন্ত। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবছর ৮টি মাদ্রাসা থেকে প্রথম দিনে কোরআন মজীদ বিষয়ে মোট ১৬১জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলে ২জন অনুপস্থিত ছিলেন। অনুপস্থিত পরীক্ষার্থীরা হচ্ছেন শম্ভুপুর আলিম মাদ্রাসার ১জন এবং দেবীপুর ফাজিল মাদ্রাসার ১জন। অপরদিকে বরিশাল শিক্ষাবোর্ডের অধীনে ৩টি কলেজ থেকে প্রথমদিনে বাংলা প্রথম পত্রে ৪’শ জন পরীক্ষায় অংশ নেয়ার থাকলে ৭জন অনুপস্থিত থাকায় অংশ নেয় ৩৯৩ জন। অনুপস্থিত ৭ জনের মধ্যে শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের ১ জন, তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের ১জন ও তজুমদ্দিন ডিগ্রী কলেজের ৫ জন। পরে পরীক্ষা কেন্দ্র পরিদর্শণের করেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা জালাল উদ্দীন, নির্বাহি ম্যাজিষ্ট্রেট আব্দুল্যাহ আল মামুন, অফিসার ইনচার্জ মোঃ ফারুক আহাম্মদ, ওসি তদন্ত আনোয়ারুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী, দারিদ্র বিমোচণ কর্মকর্তা বাবু মনোরঞ্জণ দে,সহকারী বিআরডিবি কর্মকর্তা মাহে আলম।

LEAVE A REPLY