ঢাকার শ্রমিক দিয়েই পোশাক কারখানা চালাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

0
94

ভোলা নিউজ ২৪ ডটকম ।। আপাতত ঢাকার ভেতরে অবস্থানরত শ্রমিক দিয়েই সীমিত আকারে পোশাক কারখানা চালাতে হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, এই মুহূর্তে ঢাকার বাইরে থেকে গার্মেন্টসকর্মী আসতে পারবে না।

আজ মঙ্গলবার সচিবালয়ে পোশাক কারখানার মালিকপক্ষের সঙ্গে সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে ঢাকায় অবস্থানরত শ্রমিক দিয়ে সীমিত আকারে গার্মেন্টস চালানো হচ্ছে বলে মালিকপক্ষ জানিয়েছেন। সীমিত আকারে গার্মেন্টস খোলা রাখা বিষয়ে মালিকপক্ষ বলেছেন, স্বাস্থ্যবিধি মেনেই তাঁরা গার্মেন্টস খোলা রেখেছেন।’

পোশাক কারখানার মালিকদের সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, ‘তাঁরা জানিয়েছেন, গার্মেন্টসকর্মীদের মার্চ মাসের বেতন ৯৮ শতাংশ দেওয়া হয়েছে। বাকিদেরও দেওয়া হবে এবং এপ্রিল মাসের বেতনও দ্রুত সময়ে দিয়ে দেওয়া হবে।’

ঢাকার বাইরে থাকা পোশাককর্মীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতি ভালো হলে আপনারা ঢাকায় আসবেন। আপনাদের বেতনে কোনো সমস্যা হবে না বলে মালিকপক্ষ নিশ্চয়তা দিয়েছে।’

LEAVE A REPLY