ভোলা নিউজ ২৪ ডট নেট॥ পিন্টু মন্ডলকে সভাপতি, অর্নব চন্দ্র দে (চন্দন) কে সাধারন সম্পাদক ও সুকলব চন্দ্র দাসকে সাংগঠনিক সম্পাদক করে ছাত্র ঐক্য পরিষদ ভোলা জেলা কমিটি ঘোষনা করা হয়েছে।২৭ সেপ্টেম্বর (শুক্রবার) ভোলা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্মেলন কল্পে প্রস্তুতি সভায় এই কমিটি ঘোষনা করেন ভোলা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক অবিনাশ নন্দী।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি রাজু পোদ্দার,কৌশিক রায়,সৈকত দে,সজল মাঝি,দোলন চন্দ্র দে, সহ-সম্পাদক- সুজন দেবনাথ,সৈকত সাহা,অপু চন্দ্র দাস,আবির পোদ্দার,শাওন দাস, সহ-সাংগঠনিক- গোপাল চন্দ্র দে,পলাশ মজুমদার,সবুজ পোদ্দার,অভিজিৎ গুহ,অন্তর দেওয়ান, প্রচার সম্পাদক- গোপাল চন্দ্র দে, দোলন চন্দ্র দে