চিকিৎসকদের সেবার মান বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

0
424

ভোলা নিউজ টোয়েন্টিফোর ডটনেট।। আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে এদেশের চিকিৎসার আধুনিকায়নের পাশাপাশি সেবার মান বাড়াতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন আয়োজিত চিকিৎসক সম্মিলনীতে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসক সম্মিলনীর উদ্বোধন করে বলেন: আগামীতে সরকার গঠন করলে চিকিৎসকদের দাবি-দাওয়া পূরণ করা হবে। রাজশাহী, চট্টগ্রাম সিলেটের মতো প্রতিটি বিভাগেই মেডিকেল বিশ্ববিদ্যালয় গঠনের পরিকল্পনা রয়েছে সরকারের।

সরকার যে চিকিৎসা সেবাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় তাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সারাদেশে হাসপাতাল ও ক্লিনিকের পাশাপাশি সাড়ে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হচ্ছে।

চিকিৎসকদের সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসকদের দাবি-দাওয়া পূরণে সরকার সবসময়েই সচেষ্ট।

উপজেলা পর্যায় পদ সৃষ্টি করার পরও কর্মস্থলে কেন ডাক্তাররা থাকেন না, এতে ক্ষোভ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

LEAVE A REPLY