ভোলা নিউজ ২৪ ডটনেট:চালের ইস্যুতে শক্ত অবস্থানে যাবে সরকার এবং চাল নিয়ে কেউ কারসাজি করলে ব্যবস্থা নেবো বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।তিনি বলেন, সারা দেশে তল্লাশি করবো। কোথায় কোথায় চাল মজুদ আছে তা খুঁজে বের করবো। ইতোমধ্যেই ডিসিদের সেই নির্দেশ দিয়েছি।বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।বাণিজ্যমন্ত্রী বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সব সময় সুযোগ নেয়। মিয়ানমার থেকে ৪ লাখ রোহিঙ্গা যখন বাংলাদেশে প্রবেশ করেছে, সেটি সামলাতে সরকার যখন ব্যস্ত তখনই একটি মহল মিথ্যা প্রচার চালিয়ে চালের বাজারকে অস্থির করছে।তিনি বলেন, ভারত চাল রপ্তানি বন্ধ করেনি। আমার জানা মতে, ভারতে এখনও কোটি টনেরও বেশি চাল বাড়তি আছে। কাজেই চাল রপ্তানি বন্ধ করার কোনো প্রশ্নই আসে না। একশ্রেণির চক্রান্তকারী টাকা দিয়ে এই অপপ্রচার চালাচ্ছে।বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ভারত আগামী ৩ মাস চাল রপ্তানি করবে না এমন সংবাদটি অসত্য। ভারত এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। আমি ভারতীয় হাইকমিশন এবং বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে সংবাদটি সত্য নয়।