চরফ্যাশনে ৪ জেলের জরিমানা

0
457

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে ইলিশ ধরার দায়ে ৪ জেলেকে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০৪ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম এ জরিমানা করেন। এসময় একটি ট্রলার, ১০ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। অর্থদন্ডপ্রাপ্তরা হলেন-মাসুদ, হানিফ, নুরুন্নবী ও লিটন।
মৎস্য অফিস সূত্র জানা যায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের একটি দল মেঘনায় অভিযান চালায়। এসময় ঢালচর পয়েন্ট থেকে একটি ট্রলার, ১০ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার কারেন্ট জালসহ ৫ জেলেকে আটক করা হয়। পরে দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের আদালতে হাজির করা হলে ৪ জনকে ৫ হাজার টাকা করে। একজনের বয়স কম থাকায় তাকে ছেড়ে দেয়া হয়। জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ এবং জাল পুড়িয়ে নষ্ট করা হয়। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ১ অক্টেবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদীতে ইলিশ ধরা, পরিবহন, বিক্রি, মজুদ ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ।

LEAVE A REPLY