চরফ্যাশনে ২০ কেজি ওজনের কচ্ছপ উদ্ধার

0
71

ভোলা নিউজ ২৪ ডটকম।।ভোলার চরফ্যাশন উপজেলায় ২০ কেজি ওজনের একটি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে চরমানিকা কোস্টগার্ড। পরে কচ্ছপটি চরমানিকা বন বিটের কাছে হস্তান্তরের পর সেটিকে চর ইসলাম সংলগ্ন মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে চরফ্যাশন উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান শেষে চরমানিকা ইউনিয়নের চরকচ্ছপিয়া খাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে জেলেদের ট্রলারে তল্লাশি চালিয়ে ২০ কেজি ওজনের বিরল প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার করা হয়। পরে সেটিকে চরমানিকা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

চরমানিকা বন-বিটের কর্মকর্তা মো. আবুল কাশেম বলেন, উদ্ধারকৃত কচ্ছপটির মূল্য প্রায় ২০ হাজার টাকা। কচ্ছপটি চরমানিকা বন-বিটের আওতাধীন চর ইসালাম সংলগ্ন মেঘনা নদীতে শুক্রবার বিকেলে অবমুক্ত করা হয়। জেলেদের জালে ধরা পরে বিরল প্রজাতির এ কচ্ছপটি।

LEAVE A REPLY