চরফ্যাশনে শ্রেণীকক্ষ ও বেঞ্চের অভাবে ঝুকিপূর্ণ ভবনের বারান্দায় পাটিতে বসিয়ে চলছে পাঠদান

0
292

এআর সোহেব চৌধুরী,চরফ্যাশন প্রতিনিধি।।ভোলার চরফ্যাশন উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। চরফ্যাশনের বিভিন্ন প্রাথমিক স্কুল ঘুরে দেখা গেছে জড়াজির্ণ ও ঝুকিপূর্ণ ভবনে চলছে পাঠদান । চরফ্যাশনের জনতা বাজার ২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুকিপূর্ণ ভবনে ও স্কুল লাইব্রেরীতে শ্রেণীকক্ষের অভাবে চলছে পাঠদান। হাই বেঞ্চের অভাবে শিক্ষার্থীরা পাটি এবং চাটাাইয়ে বসে পাঠ গ্রহন করতেও দেখা গেছে। প্রধান শিক্ষিকা সুনন্দা সরকার বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ তাই বাড়ান্দা এবং লাইব্রেরীতে পাঠদান করছি বেঞ্চ ও আসবাসপত্রের সংকটে পাঠদান এবং প্রাথিষ্ঠানিক কার্যক্রম ব্যহত হচ্ছে। শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছেনা মাঠের অভাবে , বিদ্যালয়ের একমাত্র মাঠটিও একটি ডোবায় পরিনত হয়েছে। প্রাক প্রাথমিকে নেই কোনো শিক্ষক যার ফলে শিক্ষার্থীদের পাঠদানে কিছুটা সমস্যা হচ্ছে। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে , শ্রেণীকক্ষের অভাবে স্কুলের বারান্দায় পাঠদান করতে হচ্ছে এবং বেঞ্চের অভাবে পাটিতে বসাতে বাধ্য হয়েছি অবশ্য তােেত শিক্ষার মানক্ষুন্ন হচ্ছে। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা তৃষিত কুমার বলেন, স্কুল ভবনটি ঝুঁকিপূর্ণ আমি স্কুলটি পরিদর্শন করেছি । বিষয়টি উপজেলা প্রকৌশল দপ্তরকে লিখিতভাবে অবগত করা হয়েছে । উপজেলা প্রকৌশলি (এলজিইডি) মোঃ রেজাউল করিম জানান, নতুন ভবন নির্মানের কার্যাদেশ প্রক্রিয়াধীন রয়েছে। শিগ্রই ভবনটি ভেঙ্গে ফেলা হবে এবং নতুন ভবন নির্মানের কার্যক্রম শুরু হবে বলে আশাবাদ করি।

LEAVE A REPLY