রাকিব উদ্দিন অমি।। গত ০৩ মে ঘূর্ণিঝড় ফনী আঘাত হানে বাংলাদেশে।তার প্রভাব পড়ে ভোলার উপকূলে। ঘূর্ণিঝড় ফনীর আঘাত থেকে নিরাপদ আশ্রয়ে সাইক্লোন সেন্টারে মানুষকে নিতে কাজ করছিল পুলিশ, প্রশাসন,রেডকিসেন্ট।
মাঝ রাতে ঘূর্ণিঝড় “ফণী যখন আঘাত হানে ভোলার উপকূলে পুলিশের একটি টিম সরেজমিনে পরিদর্শনকালে ঘূর্ণিঝড়ের কবল থেকে পরিচয়হীন মোসাঃ আংকুর(৮), মোঃফয়সাল (৬) কে ভোলার পৌর সভার মোল্লা ব্রিজ এলাকা থেকে উদ্ধার করে থানায় হেফাজতে নিয়ে আশে।
আজ ০৪ মে ২০১৯ ইং তারিখ সন্ধ্যার দিকে আংকুর ও মোঃফয়সাল এর অভিভাবক কে খুঁজে বের করে শিশু দুটিকে তার মা মোসাঃ আনোয়ারা বেগম এর হাতে তুলে দেয় ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা।আনোয়ারা বেগম তার সন্তান দুটিকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।আনোয়ারা বেগম এর বাড়ি ভোলা ইলিশা জংশন। পুলিশের এই মহৎ কাজে সবার প্রশংসা কুড়িয়েছেন।