গ্রাম আদালতে নিষ্পত্তিকৃত মামলার ফলোআপে ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন নিজেই

0
83

মাইনুদ্দিন হাওলাদার,ভোলা নিউজ২৪ডটকম ।। ভোলা-চরফ্যাশন উপজেলার পশ্চিমাঞ্চলে অবস্থিত নুরাবাদ ইউনিয়ন।গত ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ইং তারিখ হতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করন ২য় পর্যায় প্রকল্পের   কাজ চলে আসছে।তারই ধারা বাহিকতায় ২২জানুয়ারি ২০২০ ইং সালে নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার  হোসেন মিয়া শপথ নেওয়ার পর থেকে গ্রামের ক্ষুদ্র-নীরী গোষ্ঠী সহ সর্ব সাধারনের আস্থা তৈরি হয়েছে।বেড়েছে জন সাধারনের উপস্থিতি।জনগনের একটাই বিশ্বাস গ্রামের ছোট ছোট বিরোধ এখন গ্রামেই সমাধান হচ্ছে,যেতে হচ্ছে না থানা কিংবা উচ্চ-আদালতে।তেমনি এক দৃষ্টান্ত ফরিদাবাদ গ্রামের নাজমা বেগমের।তাহার স্বামী মৃত্যুর আগে ৮ শতাংশ জমি ক্রয় করেন,কিন্তু দলিল নেওয়ার পূর্বেই তাহার স্বামী মারা যায়,পরে তাহার চাচা (জমি বিক্রেতা) সেই জমি দলিল দিতে অস্বীকার করিলে নাজমা বেগম নুরাবাদ ইউনিয়নে গ্রাম আদালতে দেওয়ানী মামলা দায়ের  করেন।প্রতিবাদী (চাচা)সমন পেয়ে এসে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সামনে হাজির হয়ে জমি দলিল দিতে রাজি হয়ে জান,পরবর্তীতে কিছুদিন পর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন মিয়া সেই অসহায় নাজমা বেগমের সাথে সাক্ষাৎ করতে জান,এবং তাহার বর্তমান অবস্থা সম্পর্কে কথোপকথন করেন।

LEAVE A REPLY