গোপাল চন্দ্র দে এর কবিতা: “কবে আসবে তুমি”

0
699

সকালে,বিকালে, সাঝ-সন্ধ্যা, রাতে,ঘুমালে স্বপনে

সব সময় ভাবি আমি তোমার কথা।

কবে আসবে তুমি ?

ধরবে আমার হাত………

তোমার স্পর্শে জীবন পাবে অনন্য

মাত্রা,অনুভূতি,সুখের ছোয়া।

তোমার ভালোবাসা বদলাবে আমাকে একটু একটু করে।

কবে আসবে তুমি?

আমি যে তোমারই অপেক্ষায়।

কবে আসবে তুমি?

আমি যে শুধু তোমারই অপেক্ষায়।

লেখক: গোপাল চন্দ্র দে,সংবাদকর্মী।

LEAVE A REPLY