ভোলা নিউজ২৪ডটকম।। ২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় পাড়ি জমান নেইমার জুনিয়র। কিন্তু সেই দলবদলে ট্যাক্স নিয়ে নাকি অনিয়ম করা হয়েছিল। বিষয়টি নিয়ে বার্সেলোনার আদালতে হয়েছে মামলাও। এবার সেই মামলায় নেইমারকে অভিযুক্ত করেছেন আদালত।
কাতারে বিশ্বকাপ শুরু হওয়ার এক মাস আগে ১৭ অক্টোবর প্যারিস সেন্ট-জার্মেইয়ের এই খেলোয়াড়ের বিচার শুরু হবে। স্প্যানিশ ট্যাক্স কর্তৃপক্ষ নেইমারের বিরুদ্ধে দুই বছরের কারাদণ্ড চাইছে এবং ক্ষতিপূরণ হিসেবে ১০ মিলিয়ন ইউরো দাবি করছে।
প্রসিকিউশনের বিশ্বাস, সান্তোস থেকে বার্সেলোনায় নেইমারের দলবদলের সময় ৮ দশমিক ৪ মিলিয়ন ইউরো ট্যাক্স ফাঁকি দেয়া হয়েছিল।
নেইমার ছাড়াও এই মামলায় অভিযুক্ত করা হয়েছে তার বাবা-মা, বার্সেলোনার দুই সাবেক প্রেসিডেন্ট-স্যান্ড্রো রোসেল ও জোসেপ মারিয়া বার্তোমেউ এবং সান্তোস ও বার্সেলোনার দুই সাবেক কোচকে।
এল পাইসের তথ্য অনুযায়ী, ট্যাক্স কর্তৃপক্ষ নেইমারের বাবার বিরুদ্ধে দুই বছরের জেল এবং তার মায়ের এক বছরের জেল চাইছে।
তথ্যসূত্র: স্প্যানিশ গণমাধ্যম মার্কা