এই আমি

0
352

শাহারিয়ার আহামেদ সায়েম।।

আমি কবি নয়তো ছবি
লিখতে পারি বেশ,
নতুন দিনের গল্প নিয়ে
গড়তে সোনার দেশ।

আমি পড়ি জীবন গড়ি
হতে সবার সেরা,
জীবন পথে চলার গতি
নয়তো আমার টেরা।

আমি খেলি হতে কেলি
আনতে দলের জয়,
কঠিন যত আসুক তত
পাই না কোনো ভয়।

আমি পাপী জীবন মাপি
প্রভুর পথের তরে,
পাপ’ই হতে মুক্তি পেতে
সত্য জীবন করে।

আমি সেবক করি সেবা
সব মানুষের হায়,
আমার থেকে রিক্ত মানুষ
নানান সেবা পায়।

আমি তরুণ নয়তো করুণ
আছি অনেক ভালো,
ভালোবাসি দেখতে নতুন
খুঁজতে রঙিন আলো।

আমি প্রেমিক হয়তো অধিক
ভালোবাসি দেশ,
আমার ভাষা সর্ব সেরা
বীর বাঙালির রেস।

আমি রাজা আছে প্রজা
খুঁজে পাইনি রাণী,
রাজ্য আমার বিলাসবহুল
নেই যে কোনো বানী।

আমার এমন গল্প বলা
নিত্য দিনের সাথী,
সব কিছুতেই সেরা আমি
আধার মাঝের বাতি।

LEAVE A REPLY