আলীনগরে কৃষকের গরুঘর ও খরের গাদায় আগুন

0
610

নিউজ ডেক্সঃ ভোলা সদর উপজেলা আলীনগর ইউনিয়নের দুর্বৃত্তদের দেয়া আগুনে একটি গোয়াল ঘর ও খরের গাদায় পুড়ে গেছে। এতে ২ লক্ষাদিক টাকা ক্ষতি হওয়ার আশঙ্কা ছিলো।

শুক্রবার  (২৪ মে) বিকাল সাড়ে ৪ টায় সদর  উপজেলার আলীনগর ইউনিয়নের চৌমুহনী ৪নং ওর্য়াডের তরব আলী মিঝি বাড়ির  জাকির হোসেন মিঝির গোয়াল ঘরে  এ অগ্নিকাণ্ড ঘটে।এসময় গোয়ালঘরের সাথে একটি খড়ের গাদা,  ও গরুঘর পুড়ে যায়।

জাকির হোসেন মিঝি বলেন, প্রতিদিনের মতো  বিকেলে মাঠ থেকে গরু এনে গোয়াল ঘরে রেখে নামাজ পড়তে যাই। নামাজ শেষে এসে দেখতে পাই গোয়াল ঘরে আগুন জ্বলছে। এরপর চারপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

জাকির হোসেন এর কাছে আগুন লাগার সূত্রপাত জানতে চাইলে সে বলেন  আমি গত ২৩ তারিখ ভোলা সদর মডেল থানার সার্কেল এসপি মিজানুর রহমান এর কাছে আমার প্রতিবেশি আবু সালেম, ফিরজ,লিটন,কবির এর সাথে মন্নান মিস্ত্রির জমির বিরোধের  সালিশে উভয় পক্ষের সাক্ষী দিতে যাই এবং সত্য কথা বলায় আবু সালেম হেরে যায়। তার পরিপেক্ষিতে আজ আমার গোয়াল ঘরে ও খরের গাদায় আগুন দেয় তারা।

এ বিষয়ে মামলার কথা জানতে চাইলে  জাকির হোসেন মিঝি  বলেন ভোলা সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরির প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY