আজ ‘কিছু না’ দিবস

0
162

ভোলা নিউজ২৪ডটকম।।সচেতন মানুষমাত্রই দিন শেষে হিসাব-নিকাশে বসেন। কী কী করার কথা ছিল, করা হয়নি কোন কাজগুলো। কিন্তু বছরজুড়ে প্রতিটা দিন কাজকর্মের কাঠগড়ায় নিজেকে দাঁড় করিয়ে রাখারও কোনো কারণ আছে কি? বছরে অন্তত একটা দিন তো কাটতেই পারে নিতান্ত কর্মহীন, গায়ে হাওয়া লাগিয়ে বিপুল আলস্যে। আজ আমি কোথাও যাব না, আজ আমার কিচ্ছু করার নেই, এমন করে যাক না একটা দিন।

হ্যাঁ, আজ তেমনই একটি দিবস। ১৬ জানুয়ারি, নাথিং ডে মানে ‘কিছু না’ দিবস। আক্ষরিক অর্থেই সারা দিন কিছু না করার এই অদ্ভুত দিনটির যাত্রা শুরু হয়েছিল ১৯৭৩ সালে। দিবসটির প্রথম প্রস্তাব করেছিলেন আমেরিকান কলাম লেখক হ্যারল্ড কফিন। ভদ্রলোকের ‘নাথিং অর্গানাইজেশন’ নামে রীতিমতো একটি সংগঠন আছে। কিছু না করার এ ধারণা বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার কাজ করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল এটি। স্বাভাবিকভাবেই সংগঠনটি কিছু করবে তো দূরের কথা, এখন পর্যন্ত একটি মিটিং পর্যন্ত করে উঠতে পারেনি।

ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে

LEAVE A REPLY