ভোলায় বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরনে গুরুতর আহত ৮ বছরের শিশু

0
744

স্টাফ রিপোর্টার  :  গত ৯ আগস্ট ভোলা ওয়েস্টার্ন পাড়ার একটি ভবনে বিকেলে ৪ তলার ছাদে  খেলাধুলা অবস্থায় ট্রান্স মিটার বিস্ফোরণ  হয়ে আফিফা আফরিন (৮) নামে এক স্কুল ছাত্রী  গুরুতর আহত হয়। আফিফার শরীরের ৩০ শতাংশ পুরে গেছে বলে জানিয়েছে আফিফার বাবা মোঃ আরিফ। বর্তমানে আহত আফিফা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।

আফিফার বাবা আরিফ হোসেন ভোলা ওজোপাডিকোকে দায়ি করে অভিযোগ করে বলেন মেয়াদউর্ওীন্ন ট্রান্সমিটার অথবা ওজোপাডিকোর  কারিগরি ট্রুটির কারনে এই দূর্ঘটনা কিন্তু এত বড় দূর্ঘটনা ঘটার পরেও ভোলা ওজোপাডিকোর কোন কর্মকতা বা তাদের কোন প্রতিনিধি আমাদের কোন খোজ নেয়নি এবং আমাদের সহায়তা করেনি। আমি এ ঘটনার সুুুুষ্ঠ তদন্ত এবং বিচারের দাবিতে জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কমনা করছি

ভোলা ওজোপাডিকোর ফিডার ইনচার্জ মোঃ সোলায়মান জানান দূর্ঘটনার সময় আমরা ওখানো কোন কার্যক্রম করিনি তাই এদূর্ঘটনার দায় আমাদের নয়।

LEAVE A REPLY