তজুমুদ্দিনে ৫৫০০ টাকায় বিক্রি হলো এক ইলিশ

0
21

ভোলা নিউজ২৪ডটকম।।মেঘনা নদীতে এবার আলমগীর মাঝি (৪৫) নামে এক জেলের জলে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি ইলিশ মাছ।

শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যায় ভোলার তজুমদ্দিন উপজেলার স্লুইচঘাটে নিয়ে গেলে মাছটি সাড়ে ৫ হাজার টাকায় কিনে নেন কুট্টু মিয়া ব্যাপারী নামে এক মৎস্য ব্যবসায়ী।

আলমগীর মাঝি ভোলআ নিউজ২৪ কে বলেন, শুক্রবার সকালে নদীতে জাল ফেললে কয়েকটি ইলিশের সঙ্গে আড়াই কেজির বড় ইলিশটি ধরা পড়ে। পরে সন্ধ্যার দিকে মৎস্যঘাটে নিয়ে সাড়ে ৫ হাজার টাকায় বিক্রি করি।

ওই মাছিটি ক্রয় করা কুট্টি মিয়া ব্যাপারী বলেন, ঢাকার আড়তে বড় সাইজের ইলিশের অনেক চাহিদা। তাই আমি এটি সাড়ে ৫ হাজার টাকায় কিনেছি। শনিবার (২ অক্টোবর) অন্যান্য ইলিশের সঙ্গে ঢাকায় পাঠাবো। আশাকরি এটি সাড়ে ৬ থেকে ৭ হাজার টাকায় বিক্রি হবে।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম বলেন, বর্তমানে সাগর থেকে অনেক বড় বড় মাছ নদীতে চলে আসছে ডিম ছাড়ার জন্য। তাই জেলেদের জালে বড় সাইজের ইলিশ ধরা পড়ছে।

LEAVE A REPLY