ভোলায় শিশু অধিকার ও সুরক্ষায় সমন্বয় সভা অনুষ্ঠিত

0
412

মইনুল এহসান  / ভোলা নিউজ ২৪ ডট নেট :
শিশুর অধিকার  ও সুরক্ষা নিশ্চিতে সদর উপজেলা  শিশু কল্যান বোর্ডের সদস্যদের সাথে সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সদস্যদের  সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে ।

আজ ৩১ মে (বৃহস্পতিবার) সকালে ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা  সমাজসেবা অফিস ও সাউথ এশিয়া পার্টনারশীপ বাংলাদেশের উদ্দ্যেগে এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের  সহযোগিতায়  অনুষ্ঠিত সমন্বয় সভায়  উপজেলা র্নিবাহি অফিসার কামাল হোসেনের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সদর  উপজেলা চেয়ারম্যান  আলহাজ্ব মো:  মোশারেফ হোসেন ।

বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর  উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুস।  উপজেলা সমাজ সেবা অফিসার মো: দেলোয়ার হোসেনের  সঞ্চালনায়  এসময় আরো উপস্থিত  ছিলেন ভেদুরিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তাজুল ইসলাম মাস্টার ,  ভেলুমিয়া ইউপি চেয়ারম্যান আবদুস সালাম মাস্টার , রাজাপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ ।
এছাড়া  এ সময় সাউথ এশিয়া পার্টনারশীপ বাংলাদেশের ভোলা সদর উপজেলা  ইউসি সাজ্জাদুল ইসলাম , ইউনিয়ন মোবিলাইজার শরিফুল ইসলাম, আমজাদ হোসেন , সৃতি রানি দে, ফারজানা জাহান ,রেশমা খাতুন , রুহুল আমিন   সহ বিভিন্ন ইউনিয়নের শিশু অধিকার র্কমিরা উপস্থিত ছিলেন  ।

LEAVE A REPLY