ভোলায় শিক্ষক নিয়োগ পরীক্ষার জালিয়াতী চক্রের ৩ সদস্য গ্রেফতার

0
1639

ভোলা নিউজ ২৪ ডট নেট : ভোলা শহরের ইসলামিয়া আবাসিক হোটেলে ভোলা জেলা ডিবি পুলিশের টিম অভিযান চালিয়ে প্রশ্নপত্রের উত্তর সরবরাহ চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। পুলিশ সূত্রে জানায়, ভোলা জেলা পুলিশ সুপারের নির্দেশ ডিবি ওসির নেতৃত্বে এসআই শ্রী সঞ্জয় বিশ্বাসসহ গত রাত সাড়ে ১১টার দিকে ভোলা থানাধীন সদর রোডস্থ ইসলামিয়া আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১০টি ইলেকট্রিক ডিভাইস, ১০টি ইয়াররিং ফোন ৭টি ডিভাইসের ব্যাটারি ৮টি মোবাইলসহ নিয়োগ পরিক্ষার উত্তরপত্র সরবরাহসহ চক্রের নেতা মো: নুরুল মমিন (২৪),মো: ফাহাদ হাওলার(২৫), মো: হাবিবুর রহমান (২৫) কে গ্রেফতার করা হয়।
আটককৃত উত্তরপত্র সরবরাহকারীরা নুরুল আমিন তজুমদ্দিন উপজেলার গোলকপুর গ্রামের বাসিন্দা মৃত মো: নুরুল ইসলামের ছেলে। আরেকজন ফাহাদ হাওলাদার, চরফ্যাশন উপজেলার হালিমাবাদ গ্রামের বাসিন্দা শাহাজান চান মিয়ার ছেলে। হাবিবুর রহমান শাকিল তজুমদ্দিন উপজেলার মাহারকান্দি গ্রামের বাসিন্দা নাজমুল হকের ছেলে।
ভোলা জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ শহিদুল ইসলাম জানান, গতরাত সাড়ে ১১টার দিকে ইসলামিয়া আবাসিক হোটেলে অভিযান চালিয়ে প্রশ্নত্রের উত্তর সরবরাহ ডিভাইসসহ চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে । পরে জেলা পুলিশ সুপারের কার্যালয় জিজ্ঞেসাবাদে তাদের দেয়া আরো ৩ সদস্য চক্রের তথ্য পাওয়া গেছে। এরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাদেরকেও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে ভোলা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানাযায়।
পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা ( অপরাধ ) আইন ১৯৮০ এর ৯/১৩ ধারার মামলায় জেলহাজতে পাঠিয়ে দেয়।

LEAVE A REPLY