ভোলায় জেলা পর্যায়ের জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগীতা অনুষ্ঠিত

0
312
ভোলা প্রতিনিধি,ভোলা নিউজ ২৪ ডটনেট।। ॥ভোলায় জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগীতা ২০১৯  এর জেলা পর্যায়ের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ জানুয়ারী) সকালে ভোলা জেলা শিশু একাডেডিতে দিনব্যাপী এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এবার ৭৯টি ইভেন্টে প্রায় ৩শতাধিক প্রতিযোগীর মধ্যে প্রতিযোগীতা হয়। সকালে প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুব আলম।
সারাদিনের প্রতিযোগীর সমাপ্তি হয় আলোচনা সভা পুরষ্কার বিতরনীর মধ্যদিয়ে। আলোচনা সভায় সাবেক অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক। এসময় উপস্থিত ছিলেন,নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাখাওয়াত,পিয়াস চন্দ্র সাহা,মোহাম্মদ আবুল হাসনাত। শুরতেই স্বাগত বক্তব্য রাখেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ আখতার হোসেন।
এসময় জেলা প্রশাসক বলেন, লেখাপড়ার পাশাপশি সকলকে সাংস্কৃতিক চর্চাও করতে হবে সাংস্কৃতিক চর্চার সাহায্যে মেধার বিকাশ হয়। লেখাধুলা শরীর মজবুত করে। শুধু বইয়ে মুখ গুজে থাকলে চলবে না। বইর শিক্ষার বাইরেও অনেক শিক্ষা রয়েছে যা আয়ত্ত করা লাগবে।
আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক সহ অতিথিরা।

LEAVE A REPLY