ভোলার পূর্ব ইলিশায় মটরসাইকেল প্রতীকের প্রার্থীর প্রচারগাড়ীতে ভাংচুর, আহত-১

0
55

ভোল নিউজ২৪ডটকম।। ভোলা সদরের ২নং পূর্ব ইলিশায় মটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর প্রচার গাড়ীতে হামলা, ভাংচুর ও ড্রাইভারকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

সোমবার (২৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে এ ঘটনা ঘটে। হামলায় আহত অটো রিকশা চালক মোঃ ফরিদ (৩৫)কে গুরতর আহত অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শান্তিপূর্ণ প্রচারনা ও সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবীতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন মটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনোয়ার হোসেন।
মোঃ আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, জনগনের সমর্থন নিয়ে আমি মটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করছি। সোমবার বিকালে আমার একটি প্রচার গাড়ী (অটো রিকশা) ইলিশা বাজার আসলে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সরোয়ার্দ্দীর সমর্থকরা ওই গাড়ীতে হামলা চালায়। এসময় নৌকা প্রতীকের সমর্থকরা অটো রিকশা, প্রচার মাইক ভাংচুর করে। অটো রিকশা চালক ফরিদ বাধা দিলে তাকে বেধড়ক মারধর করে নৌকার সমর্থকরা। পরে আহত চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার বিষয়টি আমি জেলা নির্বাচন অফিসার ও ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জকে জানিয়েছি।

চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন আরও বলেন, আমরা চাই প্রত্যেক প্রার্থী শান্তিপূর্ণভাবে তাদের প্রচার-প্রচারনা চালিয়ে যাক। কিন্তু নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সরোয়ার্দ্দীর সমর্থকরা আমার সমর্থকদেরকে প্রচার-প্রচারনায় বাঁধা ও হুমকি-ধামকি দিচ্ছে। এছাড়াও তারা বিভিন্ন যায়গায় লাগানো আমার পোস্টার ছিড়ে ফেলে দেয়। আগামী ৫ জানুয়ারী নির্বাচনকে ঘিরে তারা শান্তিপূর্ণ ইলিশাকে অশান্ত করে তুলছে। তারা দিন-রাত ককটেল ও বোমা ফাটিয়ে মানুষকে আতঙ্কিত করছে। বোমার আওয়াজে মানুষ ঘুম থেকে আতঙ্কে উঠছে। তাদের এসব কর্মকান্ডে আমার সমর্থক ও আমি নিরাপত্তাহীনতায় ভূগছি।

তিনি বলেন, আমরা ইলিশাবাসী শান্তিপ্রিয় এই ইউনিয়নে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার জন্য প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছি।
এ ব্যাপারে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সরোয়ার্দ্দী বলেন, আমার সমর্থকদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন। আমার সমর্থকরা নৌকার প্রচারনা চালাচ্ছে তারা কারও প্রচারনা গাড়ীতে হামলা কিংবা ভাংচুর করেনি। প্রত্যেক প্রার্থী যার যার মতো করে তাদের প্রচারনা করছেন।
ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন বলেন, এ ব্যাপারে আমাদের কাছে কোন অভিযোগ আসেনি। অভিযোগ আসলে বিষয়টি আমরা দেখবে। যারা নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য হামলা, ভাংচুর ও ভয়ভীতি দেখাবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।

LEAVE A REPLY