ভোলায় ১৪০৫ পিস ইয়াবা ২কেজি গাঁজাসহ আটক-১

0
302

রাকিব উদ্দিন অমি,ভোলা নিউজ২৪ডটনেট।।ভোলা ইলিশা ফেরিঘাট থেকে১৪০৫ পিস ইয়াবা ও দুই কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে ইংলিশা ফাঁড়ি পুলিশ।

আজ (২৪জুন)সোমবার দুপুর ৩টায় ভোলা ইলিশা ফেরিঘাটে অভিযান চালিয়ে মধুকাঠী থানার বাকেরগঞ্জ জেলার ,নারায়ণ মিস্ত্রির ছেলে সুকুমার মিস্ত্রি (৪৫) কে ১৪০৫ পিছ ইয়াবা এবং ২কেজি গাজা সহ আটক করেছে ভোলা ইলিশা ফারি পুলিশ।

এস আই মোঃমোক্তার হোসেন জানান,সুকুমার মিস্ত্রি লক্ষীপুর জেলার মজুচৌধুরীর ফেরিঘাট হতে কুতুবদিয়া নামক লঞ্চযোগে বাকেরগঞ্জ যাওয়ার পথে ইলিশা ঘাটে তাকে সন্দেহ করা হয় সন্দেহ করে তার ব্যাগ তল্লাশি করে তার ব্যাগ থেকে ১৪০৫ পিছ ইয়াবা,২কেজি গাজা ও নগত ষাট হাজার টাকা সহ আটক হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ছগির মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY