ভোলায় বৃষ্টিতে ভিজেই শিক্ষার্থীদের বিক্ষোভ

0
1

ভোলায় বৃষ্টির মধ্যেই শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ভোলার বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। যা শহরের কালিনার্থ রায়ের বাজার হয়ে বরিশাল দালান, চকবাজার, নতুন বাজার দিয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ সংলগ্ন ইলিশা বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়।

এরপর এখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন তারা। প্রায় ৩০ মিনিট সমাবেশ শেষে শিক্ষার্থীরা বাড়ি ফিরে যান। এসময় ভোলার বিভিন্ন কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান পাটওয়ারি বলেন, শিক্ষার্থীরা কর্মসূচি শেষে বাড়ি ফিরে গেছেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

LEAVE A REPLY