‘বামপন্থী রাজনীতি করছেন তো, আল্লাহ-খোদায় বিশ্বাস কম’

0
436

ভোলা নিউজ ২৪ ডটনেট ।। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর আল্লাহ-খোদায় বিশ্বাস কম বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘উনি বামপন্থী রাজনীতি করছেন তো, আল্লাহ-খোদায় বিশ্বাস কম।’

আজ শনিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘হায়াত মওত আল্লাহর হাতে। এখানে কারো হাত নেই।’ গতকাল এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী ওবায়দুল কাদেরের এই বক্তব্যকে হীন ও ভয়াবহ ইঙ্গিতবহ বলে সমালোচনা করেছিলেন।

তাঁরই উত্তরে আজ ওবায়দুল কাদের বলেন, ‘হ্যাঁ, ঠিকই তো আছে। আমি এখনো বলছি। আমি এখন থেকে ওই রুমে যাওয়ার আগে, আমার মৃত্যু হবে না, এটা কি আমি বলতে পারব? উনি বামপন্থী রাজনীতি করছেন তো, আল্লাহ খোদায় বিশ্বাস কম।’

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আমন্ত্রণে আগামীকাল তিন দিনের ভারত সফরে যাবে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। এই সফরের সঙ্গে আগামী জাতীয় নির্বাচনের কোনো সর্ম্পক নেই বলেও ওবায়দুল কাদের দাবি করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের এই সফরের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। কোনো  নির্বাচনের এখানে কোনো সম্পর্ক নেই। এইটা একটা বাইলিটারাল টকস (দ্বিপাক্ষিক আলোচনা) হবে। আর ইন্ডিয়া আমরা যাচ্ছি, প্রাইম মিনিস্টারের সাথে দেখা করব। মহাত্মা গান্ধীর সমাধি সৌধে যাব। এগুলো তো কিছু আনুষ্ঠানিকতার ব্যাপার।’

তবে এই সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি কিংবা রোহিঙ্গা সংকট ইস্যুতে আলোচনার সম্ভাবনা কম বলে জানান আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক। পারস্পরিক সম্পর্ক বাড়ানোই এই সফরের মূল লক্ষ্য বলে তিনি জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘এখানে আমাদের সবারই ইন্টারেস্ট আছে। ইন্ডিয়ারও ইন্টারেস্ট আছে। আমাদেরও ইন্টারেস্ট আছে। স্বার্থ ছাড়া তো সম্পর্ক হয় না। এতে উভয়েরই স্বার্থ আছে। পারস্পরিক স্বার্থেই আমরা এই সম্পর্কটা আরো সুদৃঢ় করতে চাই।’

বিজেপির আমন্ত্রণে আগামীকাল ২২ এপ্রিল থেকে ২৪ এপ্রিল তিন দিনের সফরে যাচ্ছে আওয়ামী লীগের ১৯ সদস্যের প্রতিনিধি দল। মূলত ওই সফরের কর্মসূচি এবং সম্ভাব্য আলোচ্য বিষয় নিয়ে ডাকা হয় আজকের এই সংবাদ সম্মেলন।

এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, সফর তিন দিনের হলেও ২৩ এপ্রিল দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক এবং ভারতের পার্লামেন্ট পরিদর্শন করবে আওয়ামী লীগের এই প্রতিনিধি দল।

LEAVE A REPLY