ফিরে এসেছে বিপ্লবের নিখোঁজ আত্বীয়রা

0
257

ভোলা নিউজ ২৪ ডটনেট ॥ ফিরে এসেছে যে বিপ্লবের ফেইসবুক হ্যাক হওয়ার পর ধর্ম অবমাননার অভিযোগে ভোলার বোরহনউদ্দিনে পুলিশ-মুসল্লীদের সাথে সংঘর্ষ হয় সেই বিপ্লব চন্দ্র বৈদ্য শুভর নিখোঁজ হওয়া ভগ্নিপতি বিধান মজুমদার (৩৫) ও তার দোকানের কর্মচারী সাগর (১৮)।

দুলারহাট থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারি জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টায় র‌্যাব সদস্যরা পরিবারের সদস্যদের কাছে তাদের পৌঁছে দিয়েছে।

র‌্যাব-৮ এর ভোলা ও বরিশাল অফিসের সাথে যোগাযোগ করা হলে তাদের পক্ষ থেকে বিপ্লবের আত্বীয়দের তুলে নেয়া কিংবা ফেরত দেয়ার বিষয় স্বিকার করেনি।

ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ওসি জানিয়েছে
বিপ্লবের আত্বীয়রা তাদের কাছে ফিরে এসেছে। এঘটনায় দুলারহাট থানায় সাধারন ডায়রি করা হয়েছিলো।

LEAVE A REPLY