প্রকাশিত সংবাদের প্রতিবাদ

0
16

ভোলা নিউজ২৪ডটকম।। গত ১৮ এপ্রিল ভোলা থেকে প্রকাশিত দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার অনলাইন ভার্সনে এবং ১৯ এপ্রিল ওই পত্রিকার প্রিন্টে ‘এনজিও ম্যানেজারের নির্দেশে চরফ্যাশনে পূর্ব শক্রতার জেরে ৫৫ বছরের বৃদ্ধার উপর হামলা, দাড়ি ছিড়ে নেওয়ার অভিযোগ’ শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। একটি কূচক্রি মহল সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমাকে সমাজের কাছে হেও প্রতিপন্ন করতে উদ্দেশ্য প্রবনিতভাবে এ সংবাদ প্রচার করেছে। মূল ঘটনা হলো আমার চাচা আব্দুল লতিফ তার ছেলে মোঃ রাছেলকে বাড়ি থেকে বের করে দেয়। ওই সময় আমার মা হালিমা বেগম প্রতিবাদ করে চাচাকে পূর্নরায় ছেলেকে বাড়িতে ফিরিয়ে আনতে অনুরোধ করলে চাচা ক্ষেপে গিয়ে আমার অসুস্থ্য মায়ের উপর হামলা চালায়। এসময় আমি আমার কর্মস্থল ঘুইংগারহাট অফিসের কাজে ব্যস্ত ছিলাম। ঘটনার কোন কিছুই আমি জানিনা। আর চাচার দাড়ি ছিড়ে নেওয়ার নির্দেশ তো প্রশ্নই উঠেনা। তবে আমাদের পারিবারিক এ ভুল বুঝাবুঝির ঘটনার কয়েকদিন পরে আমার অন্য একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাচা আব্দুল বাড়ি তা পারিবারিকভাবে মিমাংশা করে দেয়।

মোঃ আল আমিন।

LEAVE A REPLY