পুলিশের ব্যাগে ১০ হাজার ইয়াবা!

0
624
কক্সবাজার-পুলিশ-ইয়াবা-Cox's Bazar-Police-Yaba-rtvonline
অভিযানে নেতৃত্ব দেয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে অধিদপ্তরের একটি দল রাতে কোটবাজারের হাজী মার্কেটের দ্বিতীয় তলার ইমনের দোকানে অভিযান চালায়।তিনি আরও জানান, এসময় সৌরভের হাতে থাকা শপিং ব্যাগের ভেতর নীল রঙের প্যাকেটে মোড়ানো ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তাদেরকে আটক করা হয়। সৌরভ উখিয়া থানার কনস্টেবল হিসেবে কর্মরত আছেন বলে শুনেছি।এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের ডবলমুরিং সার্কেলের পরিদর্শক আবুল কাশেম বাদী হয়ে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করেছেন।কক্সবাজার আদালতের পরিদর্শক মো. দিদারুল আলম জানান, সৌরভ ও ইমনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY