জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিনকে ভোলা ডায়াবেটিক সমিতির বিদায়ী সংর্বধনা

0
1054

স্টাফ রিপোর্টার ।। ভোলার জেলা প্রশাসক ও ভোলা ডায়াবেটিক সমিতির সভাপতি মোহাং সেলিম উদ্দিনকে বিদায়ী সংর্বধনা প্রদান করেছে ভোলা জেলা ডায়াবেটিক সমিতি । শনিবার সকালে ডায়াবেটিক হাসপাতালের সভা কক্ষে ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলুর সভাপতিত্বে এই বিদায়ি সংর্বধনা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস । বিদায়ি জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিনের কর্মজীবনে উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতার , সাবেক সিভিল সার্জন ডা. আবদুর মালেক ,সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গির, জেলা বিএনপির সহ সভাপতি আমিনুল ইসলাম খান, প্রবিন আইনজিবি এ্যাড. মোজাম্মেল হক,দৈনিক আজকের ভোলার সম্পাদক মু.শওকাত হোসেন ,তজুমুদ্দিন উপজেলার সাবেক চোয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল , অধ্যক্ষ এম ফারুকুর রহমান প্রমূখ । অনূষ্ঠান সঞ্চালনা করেন ভোলা ডায়াবেটিক সমিতির যুগ্ম সম্পাদক মু. আবু তাহের । এসময় আরো উপস্থিত ছিলেন ভোলা বারের সিনিয়র আইনজীবি এ্যাড. সালাউদ্দিন আহমেদ , অধ্যক্ষ খালেদা খানম, খলিফাপট্টি জামে মসজিদের খতিব মাও: মজিরউদ্দিন, বিশিষ্ট ব্যাবসায়ি আবদুর কাদের খোকন গোলদার, জসিমউদ্দিন মিয়া , সাবেক মুক্তিযোদ্ধ কমান্ডার কাজী আবদুল জাব্বার , মাও : তাজউদ্দিন ফারুকি সহ ভোলার বিশিষ্ট নাগরিকবৃন্দ ।
বিদায়ী সংর্বধনায় বিদায়ী অতিথি জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন বলেন , আমি ভোলাতে জেলা প্রশাসক হিসাবে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি । প্রায় দুই বছর যখন ভোলাতে ডিসি হিসেবে যোগদান করার জন্য প্রথম আসার র্নিদেশ আসে, তখন আমার মন খুব খারাপ হয়েছিল । আমার মতই আমার পরিবারের সবারই মন খারাপ ছিল । কারন দ্বীপ জেলা ভোলা দেশের মুল ভূখন্ড হতে বিচ্ছিন্ন । নদী বেষ্টিত এই জেলায় আসতে হবে নদী পেরিয়ে। পাছে লঞ্চ ডুবির ভয় । এছাড়া দ্বীপাঞ্চলের মানুষ কেমন প্রকৃতির হয় । এর পরেও ভোলাতে আসলাম চাকরির নিয়ম অনুযায়ি । কিন্তু ভোলায় এসে যা দেখলাম ,তা কখনো ভোলার মত নয় । আমি অনেক জেলাতেই কাজ করছি ,কিন্তু ভোলার মানুষের আন্তরিক আতিথীয়তা কখনো ভুলবো না । আজ আমার মতই আমার পরিবারের সকলেরই মন খারাপ । কিন্তু সরকারের র্নিদেশ চলে যেতে হবে । আমার সৃত্মিতে ভোলা অম্লান হয়ে থাকবে । অনুষ্ঠানে ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতার ভোলা ডায়াবেটিক হাসপাতালের জন্য একটি হুইল চেয়ার প্রদান করেন।

LEAVE A REPLY