চরফ্যাশনে মশক নিধনের নেতৃত্ব দিলেন পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ

0
252

সোহেব চৌধুরী,ভোলা নিউজ২৪ডটনেট।।দেশ জুড়ে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব আর তাই দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতার অভিজানে নেমেছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। সেই সাথে চরফ্যাশন উপজেলার জনসাধারণ যেন ডেঙ্গুর ভাইরাসে আক্রান্ত হতে না পারে, সে লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদিয় স্থায়ি কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের নির্দেশনায় মাঠ পর্যায়ে পরিচ্ছন্নতার অভিজানে নেমেছে উপজেলার ২১টি ইউনিয়নের আওয়ামিলীগ ও অঙ্গসঙ্গঠনের নেতৃবৃন্দ। সরেজমিনে গিয়ে জানা যায় চরফ্যাশন উপজেলা, শশিভূষন , দুলার ও দক্ষিন আইচা থানা আওয়মিলীগের নেতৃবৃন্দ স্কুল কলেজ মাদ্রাশাসহ সকল প্রতিষ্ঠানে সপ্তাহব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতার প্রক্রিয়াকে আরোও গতিশীল করার জন্য আলোচনা করেন। এবং নিজ হাতে নিজেদের প্রতিষ্ঠানকেও পরিস্কার করে ময়লা আবর্জনাসহ আগাছা বিন্যাশ করেছেন স্থানিয় আ’লীগ ও ইউনিয়নের প্রতিনিধিগণ। এদিকে ২ আগস্ট শুক্রবার সকাল ১০টায় চরফ্যাশন পৌরসভার উদ্দ্যেগে শহরের সকল প্রতিষ্ঠান হাটবাজারসহ আবাশিক এলাকার বাসা বাড়িতে ফগার মেশিনে মশার উপদ্রব ধ্বংশে নেতৃত্ব দেন পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ। এসময় পৌরসভা থেকে শুরু করে খাসমহল জামে মসজিদ উপজেলা পরিষদ বালিকা মাধ্যমিক বিদ্যালয় ট্যাপনাল ব্যারেট মাধ্যমিক বিদ্যালয় , মডেল প্রাথমিক বিদ্যালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চরফ্যাশন থানাসহ আরোও অন্যান্য সরকারি বেসরকারি দপ্তরে মশক নিধন ঔষধ ছিটানো হয়। এবং ড্রেন, নালা, খাল বিলসহ বিভিন্ন জলাশয়ে ও পুকুরের কচুরিপানা এবং ময়লা আবর্জনা পরিস্কার করা হবে বলেও জানান পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ তিনি বলেন, পৌরসভ কর্তৃক ফগার মেশিনে মশক নিধন এবং বাজারে পরিস্কার পরিচ্ছন্নতার অভিজান অব্যাহত থাকবে। এবং প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে ও পাড়া মহল্লায় মশার উপদ্রব কমাতে এ অভিযান চলমান থাকবে । পাশাপাশি পৌরসভার সকল নাগরিকের প্রতি আমার অনুরোধ থাকবে তারা যেন নিজ নিজ বাসা বাড়ি ও আঙ্গিনাসহ বাড়িঘরের চারপাশ এবং পৌরসভার প্রতিটি সরকারি বেসরকারি দপ্তরের প্রাঙ্গণ পরিস্কার পরিচ্ছন্ন রাখেন।

LEAVE A REPLY