আলীনগর ইউনিয়নে সার্জিক্যাল মাস্ক-সাবান ও ব্লিচিং পাউডার বিতরন

0
101

ভোলার আলীনগর ইউনিয়নে কোভিট-১৯ পরিস্থিত মোকাবেলায় জনসাস্থ্য,স্বাস্থ্য সচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা প্যাকেজ এর অংশ হিসাবে   ইউনিয়নের ১৫০ হত দরিদ্র পরিবারের মধ্যে সার্জিক্যাল মাস্ক-সাবান ও ব্লিচিং পাউডার বিতরন করা হয়। এলজিএসপি-৩ বরাদ্ধ দ্বারা বাস্তবায়িত  বৃহস্পতিবার(১৬ জুলাই)দুপুরে আলী নগর ইউনিয়ন পরিষদে এলজিএসপি প্রকল্পের ডিএফও সানজিদা খানম মুন্নি প্রধান অতিহি হিসাবে উপস্থিত থেকে হত দরিদ্র পরিবারের মাঝে এই সামগ্রী বিতরন করেন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলী নগর ইউনিয়নের চেয়ারম্যান বশির আহমেদ। ২০১৯-২০ অর্থ বছরের এলজিএসপি প্রকল্পের ফান্ডের অর্থ থেকে এই প্যাকেজের খরচ বহন করা হয়। জেলা প্রশাসন এর প্রশাসন এর নির্দেশক্রমে  প্রত্যেক পরিবারকে ১ কেজি ব্লিচিং পাউডার, ২টি সাবান ও ৫টি করে মাস্ক দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মানোকা ঘোষ,প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন ফরাজী সহ ইউনিয়ন পরিষদ এর বিভিন্ন সদস্য বৃন্দ এসময় উপস্থিত ছিলেন। আলী নগর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান বশির আহমেদ জানায়, ভোলায় ব্যাপক হারে করোনা রোগী  বৃদ্ধি পাচ্ছে। যাতে করোনা থেকে ভোলার আলীনগর বাসীকে রক্ষার জন্য ও সচেতনতার জন্য লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রেজেক্ট (এলজিএসপি) প্রকল্পের মাধ্যমে ইউনিয়নের হত দারিদ্র পরিবারগুলোর পাশে দাড়ানোর চেষ্টা করে যাচ্ছি। এতে অনেকটা করোনা প্রতিরোধ হবে বলে জানিয়েছেন তিনি।
এলজিএসপি প্রকল্পের ডিএফও সানজিদা খানম মুন্নি বলেন,করোনাভাইরাস থেকে রক্ষা পেতে ব্যাপক জনসচেতনতার প্রয়োজন। একটু সচেতন থাকলে আমরা এ মরণব্যাধি থেকে রক্ষা পেতে পারি। সে সচেতনতার জন্যই আমারা এলজিএসপির এই প্রকল্প থেকে ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহন করেছি। যাতে সাধারন মানুষ ভালো থাকে।

LEAVE A REPLY