আমার বাবা সৎ লোক,তাকে নৌকায় একটা ভোট দিবেন।।ভোলা নিউজ২৪ডটনেট

0
494

অমি আহমেদ,ভোলা নিউজ২৪ডটনে।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব আলী আজম মুকুল এমপি’র ছেলে রায়হান আবিদ অমি নৌকার গণসংযোগের আমার বাবা সৎ লোক,তাকে নৌকায় একটা ভোট দিবেন এই কথা বলেন।

আজ দৌলতখান উপজেলায়  গন-সংযোগ করে  রায়হান আবিদ অমি।বিভিন্ন এলাকার গলি রাস্তা ঘুরে মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং নৌকার পক্ষে ভোট চান। অমি বলেন আমার বাবা আপনাদের জন্য কাজ করে যাচ্ছে।তিনি সৎ মানুষ আপনারা তাকে ভালবাসেন।সেই ভালবাসা ব্যালট এর মাধ্যেমে নৌকা মার্কায় ভোট দিয়ে আলী আজম মুকুলকে বিজয়ী করবেন।

ভোলা ২ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আলী আজম মুকুল এমপি’র জন্য  সবার কাছে নৌকা মার্কায় ভোট চান অমি।

সে সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, ছাত্র লীগ নেতাকর্মীরা,এলাকার সাধারন জনগন।

LEAVE A REPLY