অবশেষে প্রতিবন্ধী কার্ড পেলো সেই জুনায়েদ!!

0
529

ইমতিয়াজুর রহমান/ ভোলা নিউজ২৪ডটনেটঃ  গত শীতকালে সামাজিক সংগঠন হেল্প এন্ড কেয়ারের উদ্যােগে ইলিশা ৬নং ওয়ার্ডে অসহায় শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ করতে গিয়ে নজরে পরে এই প্রতিবন্ধী জুনায়েদ কে,দেখা মাত্রই হেল্প এন্ড কেয়ার এর প্রতিষ্ঠাতা অমি আহমেদ সহ সংঘঠনের সবার মায়া হলো জুনায়েদ এর মায়ের কথা শুনে।

৪ মেয়ে ১ ছেলে তাহ ছেলেটা প্রতিবন্ধী আর স্বামী রাজমিস্ত্রি, বিষয়টি নিয়ে  হেল্প এন্ড কেয়ার এর প্রতিষ্ঠাতা  অমি আহমেদ সিনিয়র সদস্য ও সাংবাদিক ইয়ামিন হোসেন এই মাধ্যমে ইলিশার  চেয়ারম্যান কে জানান ও ভোলা নিউজ ২৪ডটনেট, দৈনিক ভোলার বাণীসহ বিভিন্ন পত্রিকায় নিউজ করে”ধারে ধারে ঘুরেও ভাতা মিলেনি জুনায়েদ এর” এই শিরোনামে আর নিউজটি নজর পরে ২নং ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান হাছনাঈন আহমেদ হাছান মিয়া’র তিনি সাথে সাথে হেল্প এন্ড কেয়ার সিনিয়র সদেস্য ইয়ামিন হোসেন এর  কাছে ফোন দিয়ে তথ্য নিয়ে জুনায়েদ ও তার মাকে পরিষদে আনান।এবং জন্ম সনদ ছবি নিয়ে আসলে  তাকে প্রতিবন্ধী কার্ড দিবেন বলে আশ্বাস দেন।

অবশেষে আজ বৃহস্পতিবার দুপুরে জুনায়েদ বাংলাদেশের তালিকাভুক্ত একজন প্রতিবন্ধী হলেন।

এই প্রতিবন্ধি শিশুটিকে প্রতিবন্ধী ভাতা দেওয়ায় হেল্প এন্ড কেয়ার প্রতিষ্ঠাতা অমি আহমেদ ইলিশা চেয়ারম্যান হাছনাঈন আহমেদ হাছান মিয়াকে ধন্যবাদ জানিয়েছেন।

LEAVE A REPLY