সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধীদের নিয়ে ভোলায় এক ভিন্ন নবান্ন পিঠা উৎসব !

0
566
ভোলা নিউজ ২৪ ডটনেট :ভোলার প্রথম সামাজিক সংগঠন হেল্প এন্ড কেয়ার এর উদ্যোগে রবিবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় ভোলা ওবায়েদুলহক বাবুল মহা বিদ্যালয়ের মাঠে, নবান্ন উৎসবে প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। এই নবান্ন পিঠা উৎসবটি উদ্ভোধন করেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। হেল্প এন্ড কেয়ারের প্রতিষ্ঠাতা রাকিব উদ্দিন অমির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক এনামুলহক আরজু, ভোলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সামস মিঠু, এনটিভির ষ্ট্যাফ রির্পোটার ও ভোলা নিউজ ২৪ এর সম্পাদক আফজাল হোসেন, কালের কন্ঠ ভোলা প্রতিনিধি শিমুল চৌধুরী যুগান্তর প্রতিনিধি এম হেলাল উদ্দিন, ভোলা নিউজ ২৪ এর প্রকাশক আরিফ উদ্দিন রনি, ভোলার আলো সম্পাদক আলামিন তৌহিদ হেল্প এন্ড কেয়ার এর সভাপতি টুকু, সহ-সভাপতি সুজন, সম্পাদক সিয়াম আহাম্মেদ, প্রচার সম্পাদক ইমতিয়াজ, রাকিব, তুনির, রাফসান, সামাদ, শাকিব, আসিফ, এরফান ,ইমন ,আশিক, শহিদুল, রিয়া ও হেল্প এন্ড কেয়ার এর সকল সদস্যবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মইনুল হোসেন বিপ্লব বলেন, প্রতিবন্ধীরা আমাদেরই সন্তান। তারা আমাদের বোঝা নয়। তাদেরকে শারীরিকভাবে সুস্থ করে সমাজের মূলধারায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। প্রতিবন্ধীদের প্রতি বন্ধুসুলভ আচরণ, তাদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত করা এবং সর্বোপরি তাদেরকে জনশক্তি হিসাবে গড়ে তুলতে হলে এই তৎপরতা বাড়িয়ে দিতে হবে। হেল্প এন্ড কেয়ারের একঝাঁক তরুন তরুনী এদের নিয়ে কাজ করে যাচ্ছে অবশ্যই এটা প্রশংসনীয় তিনি বলেন. সবসময়ই প্রতিবন্ধীদের পাশে আছি এবং থাকবো , তিনি আরো বলেন হেল্প এন্ড কেয়ারের এর প্রতিষ্ঠাতা কে ধন্যবাদ জানাই এমন একটি সামাজিক সংগঠনের মাধ্যমে ভোলার অসহায় সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটিয়েছে। প্রতিষ্ঠাতা রাকিব উদ্দিন অমি বলেন দিন ব্যাপী আমাদের এই আয়োজন চলবে এর মূল লক্ষ্য হলো অবহেলিত, প্রতিবন্ধি, অসহায়,সুবিধাবঞ্চিত দুস্ত শিশুদেরকে নবান্ন উৎসবে আনন্দ দেওয়া। তিনি আরো বলেন, সন্ধ্যা ৬ টায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

LEAVE A REPLY