ভোলা নিউজ ২৪ ডটনেট ।। দুর্নীতিবাজ, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা যে দলেরই হোক না কেন—তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘শুধু ঢাকা নয়, শেখ হাসিনার অ্যাকশন সারাদেশে চলবে।’
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে ঘিরে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগকে আরও শক্তিশালী করার জন্য দলের মধ্যে থাকা আগাছা ও পরগাছা পরিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। চারদিকে ষড়যন্ত্রের গন্ধ আছে; তাই এদের পরিষ্কার করার এখনই সময়।’
কাদের বলেন, অভিযানের মাধ্যমে টেন্ডারবাজ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসীদের নির্মূল করা হবে। যত বড় মাস্তান হোক, যত বড় নেতাই হোক, যত বড় প্রভাবশালী হোক কাউকে ছাড় দেওয়া হবে না।
রোহিঙ্গা সংকট নিয়ে মন্ত্রী বলেন, ‘মিয়ানমারকে বিভিন্ন অজুহাত দিয়ে উসকে দিচ্ছে বিএনপি; যাতে তারা রোহিঙ্গাদের ফেরত না নেয়। আমরা ১১ লাখ রোহিঙ্গার বোঝা আর নিতে পারছি না। এদেশের বিরোধীরা নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়ে এখন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা।’
তিনি আরও বলেন, ‘কিছু কিছু এনজিও বিএনপির মতো রোহিঙ্গাদের উসকে দিচ্ছে। যদি কোনও এনজিও মানবিক সেবার আড়ালে সরকারবিরোধী কাজ করে, তাদের আমাদের দরকার নেই। প্রয়োজনে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মেয়র মুজিবুর রহমান, প্রমুখ।
প্রসঙ্গত, রাজধানীতে ক্যাসিনো বাণিজ্যসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে নগর যুবলীগের নেতা নেতা খালেদ মাহমুদ ও একই দলের পরিচয় দেওয়া ঠিকাদার জিকে শামীমকে আটক করেছে র্যাব। বর্তমানে তিন মামলায় সাত দিনের পুলিশি রিমান্ডে রয়েছেন খালেদ মাহমুদ। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলমত–নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে অভিযানের ঘোষণা দিয়েছেন।