মনপুরায় শিশু বিবাহ প্রতিরোধে এক দিনের কর্মশালা অনুষ্ঠিত

মনপুরায় শিশু বিবাহ প্রতিরোধে এক দিনের কর্মশালা অনুষ্ঠিত

0
331
All-focus
আদিল হোসন তপু,ভোলা নিউজ২৪ডটনেট।। ভোলার মনপুরায় শিশু বিবাহ প্রতিরোধে কাজী, ইমাম, আনসার, ভিডিপি ও স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা বিষয়ক এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০ টায় উপজেলা হলরুমে ইউনিসেফ এর সহায়তায় কোস্ট ট্রাস্ট এর সমন্বিত শিশু বিবাহ রোধ কর্মসূচি (আইইসিএম) প্রকল্প এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) ফোরকান আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলি উল্যাহ কাজল, মনপুরা ইউপি চেয়ারম্যান আমানত উল্যা আলমগীর, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন।
এতে অংশগ্রহন করে, কাজী, ইমাম, আনসার, ভিডিপি সহ জনপ্রতিনিধিরা। এসময় বক্ততারা বলেন,
বাল্য বিয়ে হচ্ছে একটি সামাজিক ব্যাধি।আসুন আমরা সবাই মিলে বাল্যবিয়ের হাত থেকে আমাদের শিশুদের রক্ষা করে তাদের সুন্দর একটি জীবন গড়তে সুযোগ করে আমরা কাজ করে যাবো।

NO COMMENTS

LEAVE A REPLY